জীবন

জীবন যেন একখানি জলন্ত দেশলাই জন্ম অদম্য উৎসাহে,রারুদের মত বিস্ফোরনে পোড়ে অবিরাম দ্রুত কিংবা ধীরে,পোড়ায় নিজেকে পোড়ে যেমন দেশলাইয়ের কাঠি দ্রুত কিংবা ধীরে সবটা পুড়ে গেলে হাতকে পোড়ায় মানুষও শব হয়ে কাউকে কাদায়।