জীবন যেন একখানি জলন্ত দেশলাই
জন্ম অদম্য উৎসাহে,রারুদের মত বিস্ফোরনে
পোড়ে অবিরাম দ্রুত কিংবা ধীরে,পোড়ায় নিজেকে
পোড়ে যেমন দেশলাইয়ের কাঠি
দ্রুত কিংবা ধীরে
সবটা পুড়ে গেলে হাতকে পোড়ায়
মানুষও শব হয়ে কাউকে কাদায়।
আমি ইমরুল কায়েস, বুয়েট থেকে কম্পিউটার কৌশলে স্নাতক। কম্পিউটার নামক যন্ত্রের সাথে কারবার , নিজের মধ্যে যে অনেকটা যন্ত্র যন্ত্র ভাব চলে আসেনি তা অস্বীকার করছি না । রুটিনমাফিক যন্ত্রের মত না চললে সমস্যা হয়, শরীরটা ম্যাজম্যাজ করে , রাত্রে ঘুম হয় না । যন্ত্র হতে মানুষ হওয়ার রাস্তা খুঁজছি। আপাতত আমেরিকায় আছি। পিএইচডি করছি কম্পিউটার বিজ্ঞানে। Cheers!