আমার ব্যবচ্ছেদ

আস্তে আস্তে বিচ্ছিন্ন করে ফেল আমায় আমার সবই নিতে পারবে তুমি আমার চোখ-প্রদীপের শিখার মত চোখ একুশ বছর ধরে দেখলাম তোমাদের পৃথিবী। কন্ঠনালী,অনবরত উচ্চারন করে গেছে যা সত্য মিথ্যার প্রথাগত উচ্চারন। মস্তিস্কের প্রতিটি স্নায়ুকোষ যেখানে অক্লেশে সরল-কুটিল চক্রান্তের জাল হয়েছে বোনা। নিতে পারবে আমার নিয়তযত্নে শ্যাম্পু মাখানো কালো কেশ মেরুদন্ড যেটাকে কখনই দাড়াতে দিতে পারিনি আমার না খেতে পাওয়া শুকনো পাকস্থলী, ফুসফুস- যেখানে অবিরাম সন্চালিত হচ্ছে বায়ুপ্রবাহ এমনকি আমার হাত ও পায়ের অঙ্গুলিও এখনও যেগুলোতে লেগে আছে সামান্য অশৌচ। আমার সবই খুলে নিতে পারবে তুমি শুধু- কেবলমাত্র আমার হৃপিন্ডটা ছাড়া কেননা হৃদয়টা এখন আর আমার দখলে নয়- হৃদয়টা এখন অন্য কারো,কোন এক নারীর।