যে শহরের তরুণীরা মানুষ ভেবে শবের দিকে হাত বাড়ায়

হাস্নাহেনার গন্ধ বুকে নিয়ে যারা ঘোরে এলোমেলো এ শহরের তরুনীরা তাদের অপাক্তেয় ভাবে শীতের সকালে ঘাসে জমানো শিশিরের ন্যায় যাদের মধ্যে বাসা বাধেঁ ভালবাসা এ শহরের তরুনীরা তাদের কর্পূর ভেবে দেয় উড়িয়ে যে তরুনেরা সঙ্খের কোমল জলে খুঁজতে চেয়েছিল হৃদয়ের প্রতিচ্ছায়া এ শহরের তরুনীরা তাদের বুক ভরে দিয়েছে বুড়িগঙ্গার কদর্য জল। এ শহরের তরুনীরা শহরের বিষাক্ত বায়ুর মতই বিষাক্তময় নিঃশ্বাসে হাঙ্গর ক্ষুধা,হাতে তরুন ভাঙ্গা সড়কি আঙ্গুর সফেদা ভেবে অজান্তে ঝোঁকে মাকাল ফলে। http://www.sachalayatan.com/guest_writer/14018